প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ০০:০০
মা ইলিশ সংরক্ষণে ৭ অক্টোবর শুক্রবার থেকে চাঁদপুরের পদ্মা মেঘনাসহ নদ-নদীর ৬ অভয়াশ্রমে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা থাকবে ২৮ অক্টোবর পর্যন্ত।
এই সময়ে ইলিশ আহরণ,পরিবহন, বাজারজাত, মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে সরকার। এবার ইলিশের প্রজনন মৌসুমে বাড়তি সতর্কতায় রয়েছে নৌপুলিশ। বাড়ানো হয়েছে পুলিশি, কোস্টগার্ডসহ টাস্কফোর্সের টহল।
অভিযান শুরুর প্রথমদিন চাঁদপুর নৌ এলাকায় কোনো জেলেকে জাল নৌকা নিয়ে নদীতে নামতে দেখা যায়নি। নদী ছিল জেলে নৌকা শূন্য।
এদিন সকালে স্থানীয় জেলেদের সতর্ক ও সচেতন থাকতে জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলা টাস্কফোর্স নদীতে নৌ র্যালী করেছে।
জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, চাঁদপুর জেলার ৪টি উপজেলায় ৫০ হাজারের অধিক নিবন্ধিত জেলে রয়েছে। প্রত্যেক জেলেকে প্রজনন মৌসুমে ২৫ কেজি করে চাল দেয়া হবে।
প্রতি বছর আশ্বিনে পূর্ণিমার আগে এবং পরে ইলিশের ডিম ছাড়ার সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদী মোহনায় ছুটে আসে। সময় বিবেচনায় রেখে সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেয়া হয় সংশ্লিষ্ট সবাইকে। কেউ আইন অমান্য করলে মৎস্য আইনে শাস্তি দেয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, সকাল থেকে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড নদীতে অভিযান চালাচ্ছে। এই সময় যেনো কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সে জন্য ২২ দিন নদীতে অভিযান অব্যাহত থাকবে।