প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ০০:০০
১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাথে মাঠের লড়াইয়ে উত্তেজনাকর ম্যাচে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ৩-১ গোলে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ফাইনালে খেলা নিশ্চিত করে।
গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রথম সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের ৩০ মিনিটের সময় ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থার ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ সাজ্জাদ হোসেন প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। খেলার দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ফরিদগঞ্জের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় উবা। দ্বিতীয় গোলটি হতে না হতেই ১ মিনিটের ব্যবধানে কচুয়া ক্রীড়া সংস্থার হয়ে প্রথম গোল করেন ৪১নং জার্সি পরিহিত বদলি খেলোয়াড় শাকিল। ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থা দলের হয়ে খেলায় জাতীয় দলের সাবেক অধিনায়ক রেজাউল করিম রেজা ও বর্তমান ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি অংশ নেন।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তছলিমুন্নেছা,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, সাবেক ফুটবল খেলোয়াড় আসিফুর রহমান, দ্বীন মোহাম্মদ গাজী সোহেল, আঃ রহমান, সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানসহ ফরিদগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক ও সাবেক খেলোয়াড়গণ।