প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ০০:০০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ সামাজিক উন্নয়ন কাজে বিস্তরণ ঘটাতে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব পরিষদে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। চাঁদপুর জেলা পরিষদ একটি শক্তিশালী পরিষদ হিসেবে গড়ে তুলতে আপনারা যোগ্য প্রার্থীদের সমর্থন জানাবেন। ৬নং ওয়ার্ড কচুয়া থেকে পুরুষ সদস্য পদে তৌহিদুল ইসলাম খোকা ও ২নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নারী নেত্রী রওনক আরা রত্না প্রার্থী হয়েছেন। এই দুই প্রার্থীর আওয়ামী লীগের রাজনীতিতে যথেষ্ট অবদান রয়েছে। তারা দলের পরীক্ষিত লোক। তাদের ত্যাগ-তিতিক্ষা অবশ্যই স্মরণীয়। তারা আপনাদের ও আমাদের প্রার্থী। তাই তাদেরকে জয়ী করার জন্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ওচমান গণি পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আগের ৫ বছর সততা ও নিষ্ঠার সাথে এই জেলা পরিষদকে উন্নত করার চেষ্টা করেছেন। তিনি আওয়ামী লীগের নেতা এবং তিনি আমাদের প্রার্থী। আমাদের সকলের উচিত এই প্রার্থীর বিজয় নিশ্চিত করা। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কখনো ভোট কারচুপিকে উৎসাহ দেই নাই। আমরা এমন একটি সমাজ গড়বো, যে সমাজ হবে আলোকিত সমাজ। এই সমাজ হবে শিক্ষিত ও আধুনিক সমাজ। এই সমাজ বিনির্মাণে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আমার সারথি হিসেবে আমার মনোনীত প্রার্থীদের সমর্থন দিবেন। তাদের ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। তিনি গতকাল শুক্রবার আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুরুষ সদস্য প্রার্থী তৌহিদুল ইসলাম খোকা ও মহিলা সদস্য প্রার্থী রওনক আরা রত্নার সমর্থনে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলার ১১নং দক্ষিণ গোহট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে ও ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে ই আলম রিহাতের সঞ্চালনায় এই নির্বাচনী সভায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়রাম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আলী আক্কাস, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসেন, ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, কচুয়া পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদ, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, ইউপি সদস্য চাঁন মিয়া, আফিয়া বেগম প্রমুখ।
উল্লেখ্য, এই নির্বাচনী সভায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সবকটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।