বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০

সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার দেয়া হয়েছে
বিশেষ প্রতিনিধি ॥

শাহরাস্তিতে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সোমবার সন্ধ্যায় ও রাতে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তিনি পূজা উদযাপন কমিটি, পূজা সংশ্লিষ্ট লোকজন ও সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় এবং আলোচনা সভায় মিলিত হন। রাতে উপজেলার শ্রী শ্রী মেহার কালীবাড়ির পূজা মণ্ডপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তির পৌর মেয়র হাজী আবদুল লতিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, সদস্য স্বপন কর্মকার মিঠুন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এদেশের সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার দেয়া হয়েছে। প্রত্যেক ধর্মের লোকজন তাদের স্ব-স্ব ধর্ম নির্দ্বিধায় পালন করছে। এ সময় তিনি মেহের কালীবাড়ির ঐতিহ্য তুলে ধরেন এবং মেহের কালীবাড়ি নিয়ে নিজের শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি উৎসবমুখর পরিবেশে দূর্গোৎসব পালন করায় সনাতন ধর্মাবলম্বী মানুষদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়