প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রিপন মিয়া এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৯ অক্টোবর। যাচাই-বাছাই ১০ অক্টোবর। প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং নির্বাচন ২ নভেম্বর।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রিপন মিয়া জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্থানীয় সরকার (ইউপি নির্বাচন) বিধিমালা ২০১০-এর বিধি ৫ এবং ১ উপ-বিধি অনুায়ী মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহর আলী জনির মৃত্যুজনিত কারণে এই ওয়ার্ডটি শূন্য হয়ে যায়। তারই প্রেক্ষিতে এই উপ-নির্বাচন।