প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাহাউদ্দিন হাজীর বড় ছেলে হাফেজ মোহাম্মদ সুফিয়ান আহম্মেদ সিয়াম। তিনি ঢাকা লালবাগ মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হন। পরে বাংলাদেশের বিখ্যাত ক্বারী আহম্মদ বিন ইউসুফ আল আজহারী সিয়ামকে পাগড়ী পরিয়ে দেন। এরপর ঢাকার মোহাম্মদপুর মাদ্রাসাসহ আরো কয়েকটি মাদ্রাসায় সিয়াম হিফজুল কোরআন শুনানি করেন। শুনানি শেষ করে পাগড়ী প্রদান করা হয়। সিয়াম জানান, আমার জীবনে সবগুলো ইচ্ছা পূরণ করেছি, তবে একটা ইচ্ছা পূরণ ছাড়া রয়েছে। আর আমার সেই ইচ্ছাটি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরআন তেলাওয়াত করে শুনাতে চাই। আর এটাই হলো আমার জীবনের শেষ ইচ্ছা।