বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০

১৫ অক্টোবর নিসচা চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন চাঁদপুর আসছেন
অনলাইন ডেস্ক

আগামী ১৫ অক্টোবর ‘নিরাপদ সড়ক চাই’ চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের চাঁদপুর আগমন উপলক্ষে সংগঠনের উপদেষ্টা, জেলার বিভিন্ন উপজেলা কমিটির সাথে নিসচার জেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গুনরাজদী গাজী সড়ক এলাকায় চাঁদপুর জমিন হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত উক্ত সভার উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ বদরুন্নাহার চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জাতীয় দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব দৈনিক চাঁদপুর জমিন এবং অনুপমার সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন। নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান পাটওয়ারী, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক কামরুল হাছান, সহ-সভাপতি মুছাদ্দেক আল আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মাওঃ আবদুর রহমান গাজী, সদস্য অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, সদস্য মোঃ জাকির হোসেন হিরু, কচুয়া উপজেলা কমিটির সভাপতি জিসান আহমেদ নান্নু, মতলব উত্তর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মামুনর রশিদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল আমিন, হাইমচর উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ সোহেল হাওলাদার, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু ছালেহ মোঃ বারাকাত প্রমুখ।

উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জেলা শাখার দপ্তর সম্পাদক সুজয় চৌধুরী লিটন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সদস্য মোঃ শাহজাহান খান, ফরিদগঞ্জ কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, হাইমচর উপজেলা কমিটির সদস্য আলী আহম্মদ দেওয়ান, সদস্য ফাতেমা বেগম, ফরিদগঞ্জ কমিটির দপ্তর সম্পাদক রুহুল আমিন স্বপন, সদস্য মোঃ বাকী বিল্লাহসহ অন্য সদস্যবৃন্দ।

পরে বিভিন্ন উপজেলা কমিটির পক্ষে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উদযাপন পরিষদের সদস্য সচিব হওয়ায় সাংবাদিক রোকনুজ্জামান রোকনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় আগামী ১৫ অক্টোবর নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের চাঁদপুর আগমন উপলক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। চেয়ারম্যানের চাঁদপুরে আগমন ও নিরাপদ সড়ক চাই-এর চাঁদপুরের মহাসমাবেশ সফল করার জন্যে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের প্রতি প্রধান অতিথি সাংবাদিক মোঃ রোকনুজ্জামান রোকন আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়