বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ০০:০০

জাতীয় পার্টি হচ্ছে দেশের বৃহত্তর শক্তি
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকেলে ছেংগারচর পৌর এলাকার রুহিতারপার গ্রামে অবস্থিত ৮নং উত্তর ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বোরহান উদ্দিন মোল্লা।

ছেংগারচর পৌর ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সেলিম ঢালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম মোল্লা ও ছেংগারচর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী।

প্রধান অতিথির বক্তব্যে বোরহান উদ্দিন মোল্লা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন আপোষহীন সংগ্রামী নেতা, যাঁর বলিষ্ঠ ভূমিকায় রোববারে নয়, শুক্রবারে সরকারি বন্ধের ঘোষণা করা হয়েছে। তাঁর শাসনামলে বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। জাতীয় পার্টি দ্বিতীয় ও তৃতীয় শক্তি নয়, এ পার্টি হচ্ছে দেশের বৃহত্তর শক্তি। তাই মতলব উত্তরে জাতীয় পার্টির নেতৃত্বকে সফল করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়