প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন (৪৮) হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহ...রাজেউন)। চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, এসআই বিল্লাল হোসেন চাঁদপুর সদর মডেল থানায় ডিউটি করাকালীন হঠাৎ করেই শারীরিক অসুস্থতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৩০ সেপ্টেম্বর রাত ১টায় হৃদরোগ সংক্রান্ত জটিলতায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, বিল্লাল হোসেনের মৃত্যুর পর পুলিশের সকল প্রক্রিয়া শেষে নিহতের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লাশ পাঠানো হয়।
এদিকে এসআই বিল্লাল হোসেনের অকাল মৃত্যুতে চাঁদপুরের পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, এসআই বিল্লাল হোসেন চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজের সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ঈমান হোসেনের বড় ভাই।