প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপারই এখন আইজিপি
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি এক সময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। ৩০ সেপ্টেম্বর শুক্রবার তিনি বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
|আরো খবর
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সর্বশেষ র্যাবের মহা-পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি আইজিপির দায়িত্ব গ্রহণের পর এম খুরশীদ হোসেন র্যাবের মহা-পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন। গত ২২ সেপ্টেম্বর তাদের নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জন্ম ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।