বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় মতলব উত্তর উপজেলার সাথে টাইব্রেকারে ৫-৩ গোলে জয়লাভ করে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। উদ্বোধনকালে তিনি বলেন, ছেলে-মেয়েদের খেলাধুলা ও সংস্কৃতির সাথে জড়িত রাখতে হবে। ছেলে-মেয়েরা খেলাধুলার সাথে জড়িত থাকলে কখনো বিপথগামী পথে পা বাড়াবে না। ছেলে-মেয়ে ও শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। তিনি খেলাধুলা এবং খেলোয়াড়দের অনেক পছন্দ করেন। আমাদের প্রধানমন্ত্রী নিজে মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন। বতর্মানে আমাদের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সাফ গেমসে মহিলা ফুটবলাররা চ্যাম্পিয়ন এবং ক্রিকেটে মহিলা দলটি ভালো করছে। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার ৮ উপজেলার ক্রীড়া সংস্থার ফুটবল দল। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। আজ শুক্রবার টুর্নামেন্টের ২য় ম্যাচে মুখোমুখি হবে হাজীগঞ্জ উপজেলা বনাম শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

উপস্থিত ছিলেন স্বাধীনতাপদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রোাটাঃ মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ওমর পাটওয়ারী, কোষাধ্যক্ষ আবু নাসের পাটওয়ারী বাচ্চু, সদস্য ও ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির পাটওয়ারীসহ চাঁদপুরের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর পৌরসভার কাউন্সিলরসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও ক্রীড়া সংগঠকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়