প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের মানবিক সহায়তা পেলো শাহরাস্তি উপজেলার দুই শতাধিক পরিবার। ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন।
মেহের ডিগ্রি কলেজ মাঠে মানবিক সহায়তা করার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, করোনাকালীন জেলা পুলিশ জনগণের সঙ্গে রয়েছে। আমরা চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় অসহায় জনগণের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিবো। আমরা চেষ্টা করবো, জেলার ৮ থেকে ১০ হাজার অসহায় পরিবারের মাঝে এ সহায়তা তুলে দিতে।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সার্বিক সহযোগিতায় ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান ও ওসি (তদন্ত) মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া।