প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০
বৈশ্বিক মহামারি করোনা বিস্তার রোধকল্পে এবং এই পরিস্থিতিতে পৌরবাসীকে সার্বিক সহযোগিতা দেয়ার লক্ষ্যে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল গঠন করেছেন ‘পৌর মনিটরিং সেল’। চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ২শ’ স্বেচ্ছাসেবক এ সেলের আওতায় মাঠে কাজ করছেন। উদ্বোধন করা হয়েছে নির্দিষ্ট পরিবহন সেবা। গতকাল ২৮ জুলাই দুপুরে পৌর ভবন সম্মুখে জরুরি সেবার স্ট্রিকার বিতরণের মাধ্যমে নির্দিষ্ট পরিবহন সেবার উদ্বোধন করেন মেয়র জিল্লুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহেল রানা প্রমুখ।
পৌরসভা মনিটরিং সেলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসান চাঁদপুর কণ্ঠকে জানান, প্রথমদিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত ২ জন রোগীর অক্সিজেন সঙ্কট দেখা দেয়ায় তারা আমাদের কন্ট্রোল রুমকে অবহিত করলে মেয়র মহোদয়ের নির্দেশে তাদের অক্সিজেন সেবা প্রদান করা হয়। এছাড়াও পৌর এলাকার ২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
তিনি আরও জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে পৌরবাসীকে সেবা দেয়ার স্বার্থে প্রতি ওয়ার্ডে দুটি অটোরিকশা এবং দুটি মোটররিকশা সার্বক্ষণিক রয়েছে। পৌর নাগরিকদের প্রয়োজনীয় পণ্য ও মেডিসিন সরবরাহের জন্যে রয়েছে ৬টি বাইক।
এদিকে বিকেল ৪টা থেকে পৌরসভার মনিটরিং সেলের সদস্য এবং কিউআরসির সদস্যরা বিভিন্ন এলাকার মোড়ে মানুষকে মাইকিং করে সচেতন করতে দেখা যায়।