প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুরে গত কয়েকদিনের করোনার নমুনা পরীক্ষায় ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার একদিনেই এসেছে ১০৪৪ জনের মধ্যে ৪৯৮ জনের পজিটিভ রিপোর্ট। এগুলো মঙ্গলবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে যেসব স্যাম্পল পাঠানো হয়েছে সেগুলোসহ চাঁদপুরের আরটিপিসিআর ল্যাব এবং র্যাপিড এন্টিজেন টেস্টের রিপোর্ট। এছাড়া গত মঙ্গলবার ৫৫৪ জনের মধ্যে ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২ দিনের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মোট ১৫৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৬.২৪ শতাংশ। এদিকে গতকাল বুধবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ জনের করোনা পজিটিভ, আর ৫ জনের করোনার উপসর্গ ছিলো।
নতুন করে যে ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে তার উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে- চাঁদপুর সদর ২৬৯, হাজীগঞ্জ ৪৫, ফরিদগঞ্জ ৯৩, মতলব উত্তর ৪২, শাহরাস্তি ১০৯, কচুয়ায় ৪৯, হাইমচর ৪৮ ও মতলব দক্ষিণ ৩৪ জন। এছাড়াও শরীয়তপুরের ২ জন ও লক্ষ্মীপুর জেলার রায়পুরের ৩ জন রয়েছে।
নতুন শনাক্ত ৭৩৯ জনসহ চাঁদপুরে মোট আক্রান্তের সংখ্যা হলো ৯ হাজার ১শ’ ৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৪শ’ ২০জন এবং মারা গেছেন ১শ’ ৬৩ জন। আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ২হাজার ৫শ’ ২২ জন।
এদিকে গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে যে দু’জন মারা গেছেন তারা হচ্ছেন- সদর উপজেলার বাবুরহাট মির্জাপুর গ্রামের মোঃ শাহজাহান খান (৬৫) ও মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামের ইসহাক সরকার (৪৮)। আর করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জন হচ্ছেন-ফরিদগঞ্জের কালিরবাজার হর্নিদুর্গাপুর গ্রামের নিজাম (৫৫), চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার আমেনা বেগম (৬৫), মতলব উত্তরের পশ্চিম নাউরি গ্রামের রুহুল আমিন (৫৫), মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট হাসাদী গ্রামের আবুল বাশার (৫৫) এবং কচুয়া উপজেলার কড়ইয়া আনা গ্রামের মনোয়ারা (৬০)।