বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০

তাল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

পাকা তাল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ কাজী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট সংলগ্ন কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফরহাদ ওই গ্রামের কাজী বাড়ির মোঃ জসিম কাজীর ছেলে।

রনি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বুধবার বিকেলে ফরহাদ খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে পাশের একটি মাঠের দিকে রওনা হয়। পথে একই গ্রামের মিন্টু মিয়ার বাগানের তাল গাছ থেকে পাকা একটি তাল পড়তে দেখে শিশু ফরহাদ সেটি কুড়াতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে সে পৃষ্ট হয়। পরে তার খেলার সাথী এবং গ্রামের লোকজন তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্যে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়না তদন্তের জন্যে লাশ থানায় নিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়