প্রকাশ : ৩০ জুন ২০২২, ০০:০০
মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনটি বাল্কহেডসহ ৬ শ্রমিক আটক
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী ৩টি বাল্কহেডসহ ৬ জন শ্রমিক আটক করেছে নৌ পুলিশ। আটক শ্রমিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। ২৯ জুন বুধবার ভোর ৬টায় মেঘনা নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ থানার পরিদর্শক মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে বাল্কহেডসহ তাদের আটক করা হয়।
|আরো খবর
নৌ পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বলেন, চাঁদপুরে মেঘনা নদীতে বালু উত্তলন বন্ধ করেছে হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আইন অমান্য করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। যেহেতু বলু ক্রয় করার কোনো রসিদ দেখাতে পারেনি সে কারণেই বালু পরিবহন সম্পূর্ণ অবৈধ।