সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জুন ২০২২, ০০:০০

মতলব উত্তরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাহসের প্রতীক : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাহসের প্রতীক : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
মাহবুব আলম লাভলু ॥

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, ২৫ জুন লাখো-কোটি মানুষের ভালোবাসা, আবেগ ও গৌরবের পদ্মা সেতুর উদ্বোধন। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাহসের প্রতীক। তিনি তাঁর সত্তা দিয়ে এটা বিবেচনা করেছেন এবং সেতু নির্মাণ করে তাঁর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু কেবল একটি সেতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে লাখো-কোটি মানুষের ভালোবাসা, আবেগ ও গৌরব। এটা শতবর্ষে আমাদের সাহসিকতার প্রতীক হয়ে থাকবে। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার এক উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে পদ্মা সেতু। রোববার ১৯ জুন মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োাজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়বো ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্যে আপ্রাণ চেষ্টা করে যাবো। এ অঞ্চলকে আমি গড়ে তুলবো শান্তিময় ও সুন্দর এলাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়