শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২০:২৬

মতলবে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে নূরুল আমিন রুহুল এমপি

স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে

রেদওয়ান আহমেদ জাকির
স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে
মতলব দক্ষিণে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করছেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল।

চাঁদপুর-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রান্তিক পর্যায়ে কৃষকদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রণোদনা দিয়ে আসছে কৃষি দপ্তর। সেই সাথে গ্রামের দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করতে এবং সামাজিক নিরাপত্তা আওতায় ভাতা প্রদানের বিষয়টি চলমান রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করে পঞ্চম বারের মতো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। কিন্তু ওই বিএনপি-জামাত জোট নির্বাচনকে বানচাল করতে অগ্নি-সন্ত্রাসে মেতে উঠেছে। বাংলার মানুষ শান্তি চায়, সংবিধান মেনে নির্বাচন কমিশনারের মাধ্যমে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

চলতি অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকতা রেনু দাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল। উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আল এমরান চৌধুরী, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মতলব পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে মোট ১৪শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের তালিকা করা হয়। যার মধ্যে আজ উদ্বোধনী দিনে প্রধান অতিথি ৪শ’ ৫৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন, রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ইত্যাদি রবি শস্য আবাদের জন্যে বীজ ও সার দেয়া হচ্ছে। এমপি মহোদয়ের উদ্বোধনের পরবর্তীতে পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল কৃষককে বীজ ও সার দেয়া হবে।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উদ্যোগে ছয় জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ, তিনটি মাদ্রাসায় জিআর চাউল বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি। এ সময় মতলব বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, মতলব পৌর ৯নং ওয়ার্ড আ'লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরাসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়