প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী। তিনি এর আগে একবার চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু দলীয় প্রতীক নৌকা না পাওয়ায় দলের নির্দেশনা মেনে আর নির্বাচন করা হয়নি। এবারের ইউপি নির্বাচনেও দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করতে চান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নির্বাচনের প্রেরণা আমার ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। তাই দলীয় শৃঙ্খলা মেনেই আমি নির্বাচনের পথে হাঁটবো।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই মতলব দক্ষিণে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তফসিল ঘোষণা হওয়ার পর থেকে প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এদেরই একজন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী। দৈনিক চাঁদপুর কণ্ঠের পক্ষ থেকে তার মুখোমুখি হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি। ইউনিয়নের মানুষের চাহিদা মূল্যায়ন করে জনসেবা করতে চাই। আমার চেষ্টা থাকবে ন্যায়বিচার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ রোধ, মাদকমুক্ত ও শিক্ষাবন্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস, দলীয় নেতৃবৃন্দ আমাকে এ ইউনিয়নের মানুষের পক্ষে কাজ করার জন্যে সুযোগ করে দিবেন। তিনি বলেন, রাজনীতির মাঠে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করছি প্রায় ৪০ বছর। হাসানপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সদস্য, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে এ ইউনিয়নের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।