প্রকাশ : ১১ জুন ২০২২, ০০:০০
অসহনীয় তীব্র যানজটের কবলে পড়ে বিড়ম্বনার মধ্য দিয়ে নির্মাণ সামগ্রী ক্রয় করতে আর শহরে যেতে হবে না। ক্রেতা সাধারণকে স্বস্তি দিতে চাঁদপুরের স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ¦ মোশাররফ হোসাইনের মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠান নাঈমা ট্রেডার্স উদ্বোধন হলো বাগাদী চৌরাস্তা এলাকায়। মেসার্স মোশাররফ হোসাইনের নতুন এই ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর শহর লাগোয়া বাগাদী চৌরাস্তা এলাকায় গতকাল শুক্রবার বাদ জুমা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। নাঈমা ট্রেডার্সের স্বত্বাধিকারী হচ্ছেন মিসেস নাঈমা মোশাররফ। আলহাজ্ব মোশাররফ হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন চৌরাস্তা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আলী হোসাইন। মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওঃ খাজা অলিউল্লাহ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিয়াসহ ব্যবসায়ী ও বিভিন্ন পেশার লোকজন। এই দোয়ানুষ্ঠানে জনপ্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিক্রি হবে নির্মাণ সামগ্রী তথা রড, সিমেন্ট, টিন। গুণগত মানের গ্যারান্টি দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান। দোয়ানুষ্ঠানে অংশ নেয়া অনেকেই এই ব্যবসা প্রতিষ্ঠানটি যথাযথ উপযোগী স্থানে হয়েছে বলে এর মালিককে ধন্যবাদ জানান। তারা বলেন, এটি এমন একটি জায়গায় হয়েছে, যা শহরের যানজট মুক্ত এলাকা। এখান থেকে ফরিদগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, রামগঞ্জ, নোয়াখালীসহ চাঁদপুর জেলার পূর্বাঞ্চলসহ সর্বত্র অনায়াসে নির্মাণ সামগ্রী নিয়ে বহনকারী গাড়ি যাতায়াত করতে পারবে। তারা এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।