রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জুন ২০২২, ০০:০০

দীর্ঘ এক যুগ পর আগামীকাল জেলা জাতীয় পার্টির সম্মেলন
গোলাম মোস্তফা ॥

দীর্ঘ একযুগ পর আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন। চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

জানা যায়, ২০০৯ সালের নভেম্বর মাসে সর্বশেষ চাঁদপুর জেলা জাতীয় পার্র্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের পরে দীর্ঘ ৭ মাস পরে অর্থাৎ ২০১০ সালের ৫ মে সর্বশেষ জেলা জাতীয় পার্টির কমিটি অনুমোদন হয়। ওই কমিটিতে সাবেক পৌর চেয়ারম্যান নূরুল হক বাচ্চু মিয়াজীকে সভাপতি ও আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খানকে সাধারণ সম্পাদক করা হয়। পরে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে শেখ আঃ মান্নানকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

অপরদিকে ২০১৭ সালে একই বছরে তিনবার চাঁদপুর জেলা জাতীয় পার্র্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সবশেষ একই সালে অর্থাৎ ২০১৭ সালের ১৭ ডিসেম্বর ১৪২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই আহ্বায়ক কমিটি ৫ বছর পর আগামীকাল ১১ জুন শনিবার অবশেষে সম্মেলন করতে যাচ্ছে।

জানা যায়, জেলা জাতীয় পার্টির জন্যে ১ মার্চ ২০১৭ সালে ৩৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, ২৯ মে ২০১৭ সালে ৫৯ সদস্যের আহ্বায়ক কমিটি এবং ১৭ ডিসেম্বর ২০১৭ সালে ১৪২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সর্বশেষ কমিটিতেই চলছে চাঁদপুর জেলা জাতীয় পার্র্টি।

সর্বশেষ কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্র্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্র্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় পার্র্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়াকে আহ্বায়ক করে উক্ত কমিটি অনুমোদন করেছেন।

এদিকে জেলা জাতীয় পার্টির সম্মেলনকে ঘিরে সারা জেলায় নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীরা নানাভাবে উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মাঝেও দেখা দিয়েছে উৎসবের আমেজ।

এবারের সম্মেলনে জেলা জাতীয় পার্টির আগামীর নেতৃত্বের জন্যে এখন পর্যন্ত একক সভাপতি পদে প্রার্থী বর্তমান আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া। তবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ২ জন। এদের মধ্যে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আঃ লতিফ শেখ এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর।

আগামীকাল ১১ জুন জেলা জাতীয় পার্টির সম্মেলনে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি , মহাসচিব সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নু এমপিসহ কমপক্ষে ১০জন জাতীয় সংসদ সদস্য উপস্থিত থাকবেন বলে জেলা জাতীয় পার্টি সূত্রে জানা গেছে।

সম্মেলনের বিষয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমি আশা করছি, এই সম্মেলনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় পার্টি পূর্বের ঐতিহ্যে ফিরে আসবে, ইনশাআল্লাহ। তিনি সম্মেলন সফল করতে চাঁদপুরবাসীসহ সকলের সহযোগিতা চান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়