রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ জুন ২০২২, ০০:০০

চাঁদপুর স্টেডিয়ামে ১২ জুন শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বাকি খেলাগুলো। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির কর্মকর্তারা অংশ নেয়া দলগুলোর কর্মকর্তাদের সাথে আলোচনা করেই সংশোধিত খেলার ফিকশ্চার তৈরি করেন।

ক্রিকেট উপ-কমিটির ফিকশ্চার অনুযায়ী ১২ জুন রোববারের ম্যাচে অংশ নিবে ক্রিকেট কোচিং সেন্টার বনাম চাঁদপুর ক্রিকেট একাডেমি। ১৩ জুন খেলবে আবাহনী ক্রীড়া চক্র বনাম টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল নিতাইগঞ্জ ক্রীড়া চক্র। ১৪ জুন খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম চাঁদপুর ক্রিকেট একাডেমি, ১৫ জুন চাঁদপুর ইয়ুথ ক্লাব বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব, ১৬ জুন উদয়ন ক্লাব বনাম ক্রিকেট কোচিং সেন্টার এবং প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিতাইগঞ্জ ক্রীড়া চক্র বনাম চাঁদপুর ইয়ুথ ক্লাব।

টুর্নামেন্টের ফিকশ্চার অনুযায়ী আগামী ১৯ জুন প্রথম সেমি-ফাইনালে খেলবে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম খ গ্রুপ রানারআপ এবং ২১ জুন ২য় সেমি-ফাইনালে খেলবে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ‘ক’ গ্রুপ রানারআপ।

উল্লেখ্য, গত ৯ মার্চ চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত আট ক্লাব নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছিলো। সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ খেলা চলাকালে মাঠে মেলা আয়োজনের উদ্যোগ নিলে মাঝপথেই টুর্নামেন্টের খেলা বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়