রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ জুন ২০২২, ০০:০০

নিখোঁজের দুদিন পর দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে নিখোঁজের দুদিন পর মোঃ তাজুল ইসলাম (৬০) নামের এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ রেল স্টেশনের আধা কিলোমিটার পূর্বে রেলপথের সবুজ বনায়নের গাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এর আগে গত সোমবার দুপুরে ফেনীতে বোনের বাসায় বেড়াতে যাবে বলে বাড়ি থেকে বের হয় তাজুল ইসলাম। বুধবার ফেসবুকের মাধ্যমে তার পরিবার তাজুল ইসলামের মৃত্যুর বিষয়টি জানতে পারে।

নিহত মোঃ তাজুল ইসলাম গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত সুলতান ভা-ারির ছেলে। তার স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিদের নিয়ে বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের মিজি বাড়িতে বসবাস করতেন বলে নিহতের বড় ছেলে বাবুল জানান।

বাবুল আরো জানান, সোমবার দুপুরে ফেনীতে আমার এক ফুফুর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাবা। আজ (বুধবার) দুপুরে ফেসবুকের মাধ্যমে বাবার মৃত্যুর খবর পাই। আমরা ভেবেছি বাবা ফেনীতে তার বোনের বাসায় আছেন। কিন্তু এ দুদিন তিনি কোথায় ছিলেন তা আমরা বলতে পারবো না।

বুধবার দুপুরে নিহত তাজুল ইসলামের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠায় হাজীগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মীর মাহবুবুর রহমানসহ অন্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি পাওয়ার পর পর আমরা পিবিআইকে খরব দিই ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্যে উদ্যোগ গ্রহণ করি। পরে নিহতের পরিচয় নিশ্চিত হই। সব মিলিয়ে এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়