রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:০০

গভীর রাতে সড়কে যুবকের মৃতদেহ
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি উপজেলার রাড়া এলাকায় গভীর রাতে পাওয়া গেছে যুবকের মৃতদেহ। শাহরাস্তি থানা পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার বিবরণে জানা যায়, উয়ারুক স্টেশন বাজার সংলগ্ন কাজী ফিলিং স্টেশনের কর্মচারী হাসান আহমেদ আখন্দ গভীর রাতে ফিলিং স্টেশন ত্যাগ করেন। রাত প্রায় আড়াইটায় শাহরাস্তি থানা পুলিশের একটি দল দায়িত্ব পালনকালে সড়কের মাঝখানে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারা মৃতদেহটি উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি থানার উপ-পরিদর্শক জুলফিকার আলী জানান, রাতে দায়িত্ব পালনকালে বিপরীত থেকে আসা একজন পথচারী মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। তিনি সামনে এসে আমাদেরকে অবহিত করলে আমরা গিয়ে মৃতদেহ উদ্ধার করি।

ফিলিং স্টেশনের মালিক ইকবাল হোসেন জানান, পুলিশ হাসানের মৃতদেহ দেখতে পেয়ে আমাদেরকে অবহিত করে। হাসান আমাদের ফিলিং স্টেশন কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে। সে কাজ শেষে স্টেশনের চাবি বুঝিয়ে দিয়ে বাড়ি যাচ্ছিলো। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সড়ক দুর্ঘটনার কারণে তার মৃত্যু হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করেছে। হাসান শাহরাস্তি উপজেলার রাড়া আখন্দ বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল মান্নান বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়