রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:০০

কচুয়ায় সীতাকুণ্ডে নিহত ফায়ার লিডার এমরান হোসেনের দাফন সম্পন্ন
মোহাম্মদ মহিউদ্দিন ॥

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিহত এমরান হোসেন মজুমদার (৪০)-এর দাফন কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে সম্পন্ন হয়েছে। সোমবার রাতে নিহতের মরদেহ তার নিজ গ্রাম সিংআড্ডায় পৌঁছায়। পরদিন মঙ্গলবার সকাল আটটার দিকে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাঁর লাশ দাফন করা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুল ইসলাম জানান, নিহত এমরান হোসেন মজুমদার সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে তিনি মারা যান। ফায়ার লিডার এমরান হোসেন মজমুদারের জানাজার নামাজে এলাকার শত শত লোক অংশ নেয়।

এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুল ইসলাম, ইউএনও মোঃ মোতাছেম বিল্যাহ, কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মাহাতাব মণ্ডল, ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমরান হোসেন মজুমদারের মরদেহ গ্রামের বাড়িতে আনার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়