প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০
মন্ত্রী তাজুল ইসলামের সাথে চেয়ারম্যান সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন গাজী বিল্লালের নেতৃত্বে গত ২ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ মেজবাহ উদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তাবৃন্দ, সমিতির সহ-সভাপতি সাইফুজ্জামান সেতু, উপদেষ্টা মোস্তাক আহাম্মদ পলাশ, গোলাম মোস্তফা ফটিকসহ সমিতির কেন্দ্রীয় অন্য নেতৃবৃন্দ।