প্রকাশ : ০৬ জুন ২০২২, ০০:০০
সীতাকুণ্ডে নিখোঁজ ৪ জন দমকল কর্মীর ১ জন কচুয়ার ইমরান
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ৪ দমকল কর্মীর মধ্যে ১ জন চাঁদপুরের কচুয়ার ইমরান বলে নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে যান কুমিরা ফায়ার স্টেশনের লিডার মোঃ ইমরান হোসেন মজুমদার (৪০)। এ সংবাদ লেখা পর্যন্ত ইমরান হোসেন মজুমদারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
|আরো খবর
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তাদের ৯ জন দমকল কর্মী নিহত হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত তাদের ৪ দমকল কর্মী নিখোঁজ রয়েছে। তার মধ্যে ১ জন চাঁদপুরের কচুয়ার মোঃ ইমরান হোসেন মজুমদার।
মোঃ ইমরান হোসেন মজুমদারের ভাই সোলাইমান হোসেন বলেন, শনিবার রাত ৮টার পূর্বে আমার ভাই ইমরান মুঠোফোনে তার স্ত্রীর সাথে শেষ কথা বলেন। তারপর সীতাকুণ্ডে বিস্ফোরণের সংবাদ পেয়ে তার স্ত্রী তাকে বার বার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। রোববার সকালে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও আমাদের পরিবারের লোকজন চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে এখন পর্যন্ত আমরা তার সন্ধান পাইনি। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে এই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি।
নিহতের স্বজন কবির হোসেন ও শাহিনুর জানান, ইমরান মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি একজন দক্ষ এবং সাহসী ফায়ারম্যান ছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনের লিডার পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, নিখোঁজ মোঃ ইমরান হোসেন মজুমদার কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের সিংড্ডা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।