প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ০০:০০
ঈদে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ
বিপাকে ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরের অনেক যাত্রী
কোরবানির ঈদ সামনে রেখে চলমান লকডাউনের বিধিণ্ডনিষেধ শিথিল করেছে সরকার। এর ফলে ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঈদে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌণ্ডপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। চাঁদপুর নদী বন্দর কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন।
|আরো খবর
লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের সুবিধার্থে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে বলে বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়।
গত ১৪ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, শিথিল বিধিণ্ডনিষেধের মধ্যে চলাচলের সময় লঞ্চের ডেকে করা মার্কিং অনুযায়ী যাত্রীদের বসতে হবে। এই কারণে লঞ্চে মোটরসাইকেল নেয়া নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করায় বিপাকে পড়েছেন চাঁদপুর হয়ে যাতায়াতকারী ফরিদগঞ্জ উপজেলা এবং পাশর্র্^বর্তী জেলা লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি উপজেলার অসংখ্য লঞ্চযাত্রী। তারা আগে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে লঞ্চে আরোহণ করতেন। পরে চাঁদপুর হয়ে গন্তব্যে চলে যেত। কিন্তু এবার করোনা পরিস্থিতি ও কোরবানি ঈদকে সামনে রেখে কর্তৃপক্ষ লঞ্চে মোটরসাইকেল উঠানো নিষেধ করেছে। ওইসব যাত্রীকে এখন বাড়তি কষ্ট করে গ্রামের বাড়ি আসতে হবে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।