বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ০০:০০

ঈদে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

বিপাকে ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরের অনেক যাত্রী

ঈদে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ
স্টাফ রিপোর্টার ॥

কোরবানির ঈদ সামনে রেখে চলমান লকডাউনের বিধিণ্ডনিষেধ শিথিল করেছে সরকার। এর ফলে ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঈদে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌণ্ডপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। চাঁদপুর নদী বন্দর কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন।

লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের সুবিধার্থে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে বলে বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়।

গত ১৪ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, শিথিল বিধিণ্ডনিষেধের মধ্যে চলাচলের সময় লঞ্চের ডেকে করা মার্কিং অনুযায়ী যাত্রীদের বসতে হবে। এই কারণে লঞ্চে মোটরসাইকেল নেয়া নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করায় বিপাকে পড়েছেন চাঁদপুর হয়ে যাতায়াতকারী ফরিদগঞ্জ উপজেলা এবং পাশর্র্^বর্তী জেলা লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি উপজেলার অসংখ্য লঞ্চযাত্রী। তারা আগে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে লঞ্চে আরোহণ করতেন। পরে চাঁদপুর হয়ে গন্তব্যে চলে যেত। কিন্তু এবার করোনা পরিস্থিতি ও কোরবানি ঈদকে সামনে রেখে কর্তৃপক্ষ লঞ্চে মোটরসাইকেল উঠানো নিষেধ করেছে। ওইসব যাত্রীকে এখন বাড়তি কষ্ট করে গ্রামের বাড়ি আসতে হবে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়