প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৯
বেপরোয়া মোটরসাইকেলের বলি ১ জন
পথচারীসহ আহত ৩
চাঁদপুরে আবারো বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ামুন খান (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন পথচারী ও দুই আরোহীসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ইয়ামুন হাইমচর উপজেলার উত্তর ভিঙ্গুলিয়া গ্রামের মৃত খলিল খানের ছেলে। আহতরা হলেন : একই উপজেলার উত্তর ভিঙ্গুলিয়া গ্রামের খোরশেদ ছৈয়ালের ছেলে রাকিব ছৈয়াল(১৯), জাহাঙ্গীর হোসেনের ছেলে ফুয়াদ হাসান (২০) এবং পথচারী ভোলা জেলার শান্ত।
|আরো খবর
এদের মধ্যে মোটরসাইকেল আরোহী রাকিব ছৈয়াল ও পথচারী শান্তর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্যে কর্মরত চিকিৎসক তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে নিহত ইয়ামুনসহ তারা তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলযোগে চাঁদপুরে ঘুরতে যান। তারা ঘোরাফেরা শেষ করে সন্ধ্যার পরে চাঁদপুর থেকে হাইমচরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের মোটরসাইকেল টি অনেক বেপরোয়া গতির ছিলো। যার কারণে মোটরসাইকেলটি ১২ নং চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার একটি মোড়ে গেলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীর গায়ের ওপর উঠিয়ে দেন এবং সড়কের পাশে থাকা একটি গাছের সাথে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পথচারীসহ ৩জন আরোহী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্যে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী ইয়ামুনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী রাকিব ছৈয়াল ও পথচারী শান্তর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্যে কর্মরত চিকিৎসক তাৎক্ষণিক তাদের ঢাকায় প্রেরণ করেন।