বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০

শ্বশুরবাড়িতে মেয়ে ও জামাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের দিঘলদী গাজী বাড়িতে মেয়ে মুক্তা ও জামাই নজরুল ইসলাম (২৩)কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয় দুর্বৃত্তরা। গত ১৬ জুলাই বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাদের কুপিয়ে জখম করা হয়।

বর্তমানে নজরুল ইসলাম ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ও মুক্তা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নজরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। মুক্তা ৮ মাসের অন্তঃস্বত্তা।

আহতের পিতা মোবারক মোল্লা জানান, আমার ছেলে ওইদিন দুপুরে তার শ্বশুরবাড়ি দিঘলদী গাজী বাড়িতে যায়। পরে ওই এলাকার জনৈক লোক খবর দেয় আপনার ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। ওই বাড়ির প্রতিবেশী আসলাম, চাচা শ্বশুরের মেয়ের জামাই সেলিম ও মেয়ে রেহেনা আক্তার দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে আমার ছেলে ও ছেলের বউকে রক্তাক্ত জখম করে। আহতদের প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে। পরে নজরুল ইসলামের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়