প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন চাঁদপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ। ৭ এপ্রিল বিকেলে চাঁদপুর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, বিএনপি নেতা জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, সেলিমুস্ সালাম, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, এমএ শুক্কুর পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডঃ রুহুল কবির রিজভীর সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত নেতৃবৃন্দ।