প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০
হাজীগঞ্জের প্রথিতযশা রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার কিডনির সমস্যাজনিত কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি নানা রোগে ভুগছেন। বর্তমানে তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মজুমদার হাজীগঞ্জ পৌরসভার দুবারের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর সুস্থতা কামনায় সকলের নিকট তার পরিবার দোয়া চেয়েছেন।