প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
কচুয়া পৌরসভার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন জেকে টাওয়ারে অবস্থিত তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের ডেন্টাল বিভাগের উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে ডেন্টাল বিভাগের উদ্বোধন করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিক রাকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ আঃ মান্নান, চাঁদপুর মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আহসান উল্লাহ, তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান, কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ডেন্টাল সার্জন ডাঃ নুসরাত জাহান রুমা, কচুয়া উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাঈনউদ্দীন আহমেদ সবুজ প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক রাকিবুল হাসান বলেন, ডায়াগনস্টিক সেন্টারে সেবার পাশাপাশি আধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি সমৃদ্ধ ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়েছে। যেখানে একজন বিডিএস সার্জন দ্বারা এই সেবা প্রদান শুরু হয়েছে। যার ফলে রোগীরা এখন স্বল্প খরচে উন্নত মানের মুখ ও দন্ত সম্পর্কিত সেবা গ্রহণ করতে পারবে।