প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের বিশ্ব অটিজম দিবস পালন
গত ২ এপ্রিল ছিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে সেবামূলক প্রতিষ্ঠান চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে অটিজমে আক্রান্ত শিশুদের মাঝে তৈরি পোশাক, শিক্ষা উপকরণসহ উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এদিন সংগঠনটি এমন শিশুদের ছাড়াও বিভিন্ন স্থানে থাকা অসহায় পরিবারের প্রতিবন্ধী শিশুদের মাঝেও পোশাক, শিক্ষা উপকরণসহ উন্নত খাবার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ নাসির উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলাখাল জে. এন. হাই স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ খোদেজা বেগম। ক্লাব সভাপতি ও চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আইপিপি তাসনুভা রহমান তন্বী, সাবেক সভাপতি মুক্তা পীযূষ, তাসলিমা সুলতানা মুন্নী, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, মিতু আক্তার, সদস্য মার্জিয়া রুহি, এডিটর নাছরিন আক্তার ও সদস্য রুবিনা মরিয়ম।
|আরো খবর