বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর শিল্পকলার বর্ণিল বসন্ত উৎসবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

ঋতুভিত্তিক আয়োজন সংস্কৃতিচর্চায় অত্যন্ত তাৎপর্যবহ

ঋতুভিত্তিক আয়োজন সংস্কৃতিচর্চায় অত্যন্ত তাৎপর্যবহ
স্টাফ রিপোর্টার ॥

বাঙালির বারমাসে তের পার্বণ। সংস্কৃতির চমৎকার উপলক্ষ বসন্ত বরণ। ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত বরণে বাঙালি সর্বদাই সচেষ্ট। দেশীয় ঐতিহ্যবাহী পোশাকে নানা বয়সের নারী, পুরুষ ও শিশুর পদচারণায় শনিবার সন্ধ্যায় মুখরিত হয়ে উঠেছিল চাঁদপুর শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব ১৪২৮।

করোনাজনিত বিধিনিষেধের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে গান ও নৃত্যের বর্ণিল পরিবেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন ও অর্থ)। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্বামী আবুল কাশেম মোঃ জহুরুল হক।

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বসন্তসহ ঋতুভিত্তিক এ আয়োজন আমাদের সংস্কৃতিচর্চার জন্য অত্যন্ত তাৎপর্যবহ। ছয় ঋতুর বৈচিত্র্য আমাদের সংস্কৃতিকে নানাভাবে আলোকিত ও প্রভাবিত করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়