প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর শিল্পকলার বর্ণিল বসন্ত উৎসবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
ঋতুভিত্তিক আয়োজন সংস্কৃতিচর্চায় অত্যন্ত তাৎপর্যবহ
বাঙালির বারমাসে তের পার্বণ। সংস্কৃতির চমৎকার উপলক্ষ বসন্ত বরণ। ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত বরণে বাঙালি সর্বদাই সচেষ্ট। দেশীয় ঐতিহ্যবাহী পোশাকে নানা বয়সের নারী, পুরুষ ও শিশুর পদচারণায় শনিবার সন্ধ্যায় মুখরিত হয়ে উঠেছিল চাঁদপুর শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব ১৪২৮।
|আরো খবর
করোনাজনিত বিধিনিষেধের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে গান ও নৃত্যের বর্ণিল পরিবেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন ও অর্থ)। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্বামী আবুল কাশেম মোঃ জহুরুল হক।
অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বসন্তসহ ঋতুভিত্তিক এ আয়োজন আমাদের সংস্কৃতিচর্চার জন্য অত্যন্ত তাৎপর্যবহ। ছয় ঋতুর বৈচিত্র্য আমাদের সংস্কৃতিকে নানাভাবে আলোকিত ও প্রভাবিত করেছে।