প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:০০
লকডাউন বাস্তবায়নে চাঁদপুর মাছঘাটে টহল অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১০ জুলাই শনিবার বেলা বারোটার সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে মাছঘাটে যান।
এ সময় মানুষের জটলা দেখে মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দেয়া হয়। প্রত্যেক আড়তদারকে ইলিশ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যাতে বিধি-নিষেধ অনুসরণ করা হয় এ মর্মে সবাইকে সতর্ক করা হয়। এ জন্যে উপস্থিত সেনা কর্মকর্তা মৎস্য ব্যবসায়ীদের আধাঘন্টা সময় বেঁধে দেন। পরিবেশ পরিস্থিতির উন্নতি না করলে জরিমানা করা হবে বলে ইউএনও সাফ জানিয়ে দেন।
মুহূর্তের মধ্য পাল্টে যায় মাছঘাটের দৃশ্যপট। ব্যবস্থা করা হয় দূরত্ব বজায় রাখার এবং মাস্ক পরে ইলিশ স্তূপের কাছে থাকার।
এ বিষয়ে সদর ইউএনও সানজিদা শাহনাজ বলেন, আজকে আমরা চাঁদপুর শহর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন জায়গায় লকডাউন বাস্তবায়নে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছি। চাঁদপুর মাছঘাট সরজমিনে দেখে গেলাম। এখানে স্বাস্থ্যবিধি যাতে লঙ্ঘিত না হয় বিষয়টি মৎস্য ব্যবসায়ীদের নিশ্চিত করার জন্যে বলেছি।
এর আগে দাসাদী গরুর হাট বন্ধ করা হয়েছে। ছোট সুন্দর, মহামায়া ও কামরাঙ্গা বাজার এলাকাতেও সচেতনতামূলক অভিযান করা হয়েছে।
এ দিন ঘাটে উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে আহরিত ইলিশের বেশ আমদানি দেখা যায়।