প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিংবডির প্রতিষ্ঠাতা, হিতৈষী ও অভিভাবক সদস্য নির্বাচনের (২০২২) আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার ও অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সভাপ্রধানে সোমবার দুপুরে কলেজ ছাত্র-শিক্ষক মিলনাতয়নে সকল শিক্ষক/শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার ও অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। নির্বাচনের বিভিন্ন দিক এবং এই নির্বাচনে কারা, কিভাবে ভোটার হবেন ও কিভাবে ভোট দিবেন তা উল্লেখপূর্বক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ এবং নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন, সহকারী অধ্যাপক মোঃ সেলিম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন সহকারী লাইব্রেরিয়ান শেখ মুহাম্মদ মিজানুর রহমান ও গীতা পাঠ করেন প্রভাষক প্রদীপ কুমার দাস।
এ সময় সহকারী অধ্যাপক নাজমা আক্তার, মোঃ শাহজাহান সরকার, মোঃ বেলাল হোসেন, শ্রী কৃষ্ণ দে, বিলকিছ আরা বেগম, মোজ্জাম্মেল হুসাইন, প্রভাষক শামসুন নাহার, মোঃ ইয়াছিন মিয়া, মোঃ বজলুর রহমান, মোঃ সেলিম মিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামি ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাতা, দাতা ও হিতৈষী সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সংক্রান্ত বিস্তারিত জানতে কলেজ রিটার্নিং অফিসার অথবা নির্বাচন কমিশনারদের সাথে কথা বলার অনুরোধ করেন কর্তৃপক্ষ।