মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০

মতলবে ব্যবসায়ীর ঘরে ডাকাতি ॥ আহত ৪
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মিরামা গ্রামে সোমবার গভীর রাতে ব্যবসায়ী ইসমাইল তালুকদারের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাতদের হামলায় বাড়ির মালিক ইসমাইল তালুকদার (৫৫), তার স্ত্রী ফাতেমা আক্তার বিউটি (৪৫), ছেলে বাঁধন (১৪) ও ববি (৫) আহত হয়েছে।

জানা যায়, সোমবার রাত দুটার দিকে ১৫/২০ জনের একদল মুখোশধারী ডাকাতদল মিরামা তালুকদার বাড়ির ইসমাইল তালুকদারের বাড়িতে ঢুকে। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে অস্ত্রের মুখে বেঁধে আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, কাপড়-চোপড়সহ ১০ লাখ টাকার মালামাল লুট করে। স্বর্ণের কথা বলতে না চাইলে ডাকাতদল তার স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে প্রচ- আঘাত করে। প্রায় দুই ঘন্টা ডাকাতদল ঘরে অবস্থান করে। পরে সবাইকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। তবে থানা পুলিশ এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে আসেনি বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, এ ঘটনায় স্থানীয় অপরাধ চক্রের যোগসূত্র থাকতে পারে। ঘটনার শিকার ব্যবসায়ী ইসমাইল হোসেন তালুকদার বলেন, আমার বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ডাকাতদল ঘরে ঢুকে। আমাকে ও আমার স্ত্রী-সন্তানকে বেঁধে এক কক্ষে আটকে রাখে। পরে অস্ত্রের মুখে মেরে ফেলার হুমকি দিয়ে চাবি নিয়ে নেয় এবং ঘরের যা কিছু আছে সব লুটে নেয়।

ইউপি সদস্য মোঃ সুরুজ্জামান ও নারী সদস্য রানু বেগম ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান ও তাদের সান্ত¡না দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়