মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০

বাগাদী ইউনিয়ন যেহেতু উপজেলার মধ্যবর্তী সেহেতু এ ইউনিয়ন মডেল করা যেতে পারে
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে বাগাদী ইউনিয়ন পরিষদ আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চাঁদপুরের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) দাউদ হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাগাদী ইউনিয়ন যেহেতু উপজেলার মধ্যবর্তী তাই এ ইউনিয়নটা মডেল করা যেতে পারে। আর মডেল হলে সারাদেশে আলোড়ন সৃষ্টি করতে পারবে। জনগণের সেবার ক্ষেত্রে অতিদারিদ্র বিবেচনা করে কাজ করবেন। দলমতের ঊর্ধ্বে মানুষকে সেবা দিবেন। যেন কেউ বলতে না পারে আমি কোনো দলের বা গোষ্ঠীর।

তিনি আরো বলেন, আপনারা নিয়মিত ট্যাক্সের টাকা পরিষদ করবেন। ট্যাক্স পরিশোধ থাকলে আপনার সেবার কথা জোরগলায় বলে অধিকার আদায় করে নিতে পারবেন। আর ট্যাক্স পরিষদ না করলে আপনার কথা ছোট হয়ে যাবে এবং পরিষদের কার্যক্রম দ্রুতগতি চলে আসবে।

শুরুতে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও চারবারের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মোঃ নূর উদ্দিন মামুন ও স্থানীয় সরকার শাখার সহকারী উপ-পরিচালক ইমরান মাহমুদ ডালিম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্লা খান।

সবশেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সদস্য ১, ২ ও ৩নং ওয়ার্ড পারুল আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড শাহানারা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মেম্বার আয়েশা বেগম, সাধারণ আসনের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিয়াজ উদ্দিন ভুট্টো পাটওয়ারী, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ মুনসুর খান, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইউসুফ শেখ, ৪নং ওয়ার্ডের মোঃ জাকির হোসেন খান, ৫নং ওয়ার্ডের ইলিয়াস খান, ৬নং ওয়ার্ডের ফজলুর রহমান, ৭নং ওয়ার্ডের মোঃ মোশাররফ হোসেন গাজী, ৮নং ওয়ার্ডের মোঃ দুদু গাজী ও ৯নং ওয়ার্ডের মোঃ মনির হোসেন।

পরিষদের সচিব মহিবুল ইসলাম লিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ বেলায়েত হোসেন বাবুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়