মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০

হাইমচরের চার ইউপিতে আজ ভোট
শরীফুল ইসলাম ॥

সারাদেশের ন্যায় ৫ম ধাপে আজ হাইমচরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে হাইমচর উপজেলার ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন এবং সাধারণ সদস্য পদে ১১৯ জন প্রার্থীসহ মোট ১৭২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২নং আলগী উত্তর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬৯৬৪ জন, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে ২৭৩৯১ জন, ৪নং নীলকমল ইউনিয়নে ১৩১৪৪ জন ও ৫নং হাইমচর ইউনিয়নে ৫৬৩৭ জন।

গত ৩ জানুয়ারি সোমবার রাত ১২টায় প্রার্থীদের প্রচারণার সময় শেষ হয়েছে। শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে রাত-দিন মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। প্রার্থীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভা করে হাইমচর থানা পুলিশ।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন : ২নং আলগী উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাকসুদ আলম খান (ঘোড়া), হাবিবুর রহমান বেগ (মোটরসাইকেল), কুদ্দুছ ঢালী (আনারস) ও ইসলামী আন্দোলন থেকে মোঃ রুহুল আমিন (হাতপাখা)।

৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাউদ্দিন টিটু হাওলাদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সরদার আব্দুল জলিল মাস্টার (আনারস), সরদার নূরে আলম জিকু (চশমা) ও ইসলামী আন্দোলনের হাফেজ মোঃ বেলাল হোসেন সবুজ (হাতপাখা)।

৪নং নীলকমল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন সরদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাউদ আল নাসের (আনারস), হাজী ইয়াছিন রতন (ঘোড়া), ইসলামী আন্দোলনের মোঃ রায়হান উদ্দিন (হাতপাখা) ও জাতীয় পার্টির সুফিয়ান মাঝি (লাঙ্গল)।

৫নং হাইমচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার আলী সরকার (নৌকা), স্বতন্ত্র নাঈম সরকার (ঘোড়া), আব্দুল হক মোল্লা (আনারস), শাহিনুল ইসলাম শাহিন (চশমা), ইসলামী আন্দোলনের রাজা মিয়া সরদার (হাতপাখা) ও জাতীয় পার্টির খোরশেদ আলম (লাঙ্গল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও নারী সদস্য ৩৪ জন ও সাধারণ সদস্য ১১৯ জন এ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়