মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর সরকারি কলেজে গতকাল ৪ জানুয়ারি মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। তিনি বিকেল ৫টায় কলেজে পৌঁছলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং সিনিয়র শিক্ষকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি কলেজের নবনির্মিত প্রধান গেইটের উদ্বোধন করেন। তিনি একে একে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী, শেখ রাসেল দেয়ালিকা, বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন করেন। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া কলেজ কর্তৃক প্রকাশিত মুজিববর্ষের বিশেষ সংখ্যা ‘মহাভাষণের মহাকবি’ এবং ‘দ্য জার্নাল অব চাঁদপুর গভমেন্ট কলেজ’-এর মোড়ক উন্মোচন করেন। চাঁদপুর সরকারি কলেজের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা নির্মিত এডুকেশন মোবাইল অ্যাপস ‘আমার চাঁদপুর সরকারি কলেজ’-এর উদ্বোধন করেন তিনি।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহারের সঞ্চালনায় প্রফেসর অসিত বরণ দাশ কলেজের সামগ্রিক উন্নয়ন চিত্র ডিজিটাল প্লাটফর্মে শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কলেজের সকল উন্নয়ন কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি কলেজের প্রধান গেইট, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী, শেখ রাসেল দেয়ালিকা, বাস্কেটবল গ্রাউন্ড, মুজিববর্ষের বিশেষ সংখ্যা, গবেষণাধর্মী জার্নাল প্রকাশ এবং মোবাইল অ্যাপস-এর জন্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশসহ কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। চাঁদপুর সরকারি কলেজের যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে তা অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি শহিদ রাজুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ, ৭৫-এর ১৫ আগস্টের কালো রাতে নিহত শহিদদেরকে, চারনেতা এবং ত্রিশ লক্ষ শহিদ মুক্তিযোদ্ধাকে, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়