প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
আজ বুধবার কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ১শ’ ৩০টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ইতিমধ্যে ৮০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরকে ব্রিফিং করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন র্যাব, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনিক সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১২টি ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রকার সামগ্রী প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের ২ লাখ ৬২ হাজার ৬৯ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ জন চেয়ারম্যান, ৩৬ জন সংরক্ষিত সদস্য, ১০৮ জন সাধারণ সদস্য নির্বাচিত করবে।