প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠানোর দাবিতে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে গণসমাবেশের নতুন তারিখ আগামী ১২ জানুয়ারি আহ্বান করা হয়েছে। সমাবেশের জন্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠ এই দুটি জায়গা প্রশাসনের অনুমতির জন্যে জেলা বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।
তিনি বলেন, ১২ জানুয়ারি জেলা বিএনপির সমাবেশের তারিখ ঠিক করা হয়েছে। সমাবেশের জন্য হাসান আলী সরকারি হাই স্কুল অথবা বাবুর হাট কলেজ মাঠ আমরা চেয়েছি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। উপস্থিত থাকবেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
এর আগে ২৯ ডিসেম্বর সমাবেশ হবার কথা ছিল।