মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো রাজনীতি এদেশে থাকতে পারে না
মাহবুব আলম লাভলু ॥

আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি উন্মুক্ত না থাকায় শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে, জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। রাজনীতি উন্মুক্ত থাকলে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। তবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো রাজনীতি এদেশে থাকতে পারে না। এ লক্ষ্য নিয়েই সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রলীগ রাজনীতি চালু করতে হবে। বয়স্ক ও বিবাহিতদের ছাত্রলীগে স্থান নেই। মঙ্গলবার ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন নিশ্চিত করতে সব শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি জরুরি। গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছরে মতলব উত্তর উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সদস্য আবু হানিফ অভি। ছাত্রলীগ নেতা আবির হায়াত শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রতন ফরাজী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডঃ মহসিন মিয়া মানিক, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের জিএস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি, সুলতানাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ষাটনল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও গ্রন্থণা বিষয়ক সম্পাদক মিয়া আসাদুজ্জামান, ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুর রহমান মাসুদ, আনিছ পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর ছাত্রলীগ সাবেক নেতা হারিছ মাহমুদ দীপন, মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মশি, ছাত্রলীগ নেতা ছগির আহমেদ, জোনায়েদ আহমেদ বাবু, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী কামরুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপূর্ব ও রিফাত হোসেন। কোরআন তেলাওয়াত করেন দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু সাঈদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়