প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে আজ ৫ জানুয়ারি বুধবার ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭৩ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডের ১২৪ জন এবং সাধারণ সদস্য ৪৯৬ জনসহ ৬৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে টানা ১৫ দিনের প্রচার শেষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে একটি ছাড়া অন্যগুলোতে ত্রিমুখী ও চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার ১৩টি ইউনিয়নের ১২২টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া বাকি সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের ১২২টি কেন্দ্রে মোট ২ লাখ ৭১ হাজার ৪১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯শ’ ৭৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৪শ’ ৪৪ জন।
উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে কেন্দ্র বিবেচনায় ১৭ জন আনসারসহ ৩/৫জন পুলিশ ফোর্স নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার দায়িত্বে থাকবেন বলে জানা যায়। পাশপাশি এপিবিএন, বিজিবি এবং র্যাবের কয়েকটি প্লাটুন মোবাইল টিম হিসেবে পুরো নির্বাচনী এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, নির্বাচনে প্রায় ২ হাজার ৪শ’ পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করছে।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি জানান, নির্বাচনে ভোটারের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্যে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।
উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বালিথুবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাহাউদ্দিন (নৌকা), সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন (আনারস) ও ওয়ালি উল্ল্যাহ (হাতপাখা)।
বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে জিএম হাসান তাবাচ্চুম (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ (আনারস), মোঃ ইব্রাহিম (মোটরসাইকেল), সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন খান নয়ন (চশমা) ও মাসুম বিল্লাহ (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুবিদপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী (মোটরসাইকেল), মোঃ হামিদ (গোলাপ ফুল), হোসেন কাজী (টেলিফোন), কবির আহমেদ (হাতপাখা), আরমান হোসেন (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান শারাফত উল্ল্যা (নৌকা), বেলায়েত হোসেন (চশমা) ও জাকির হোসেন বাবু (আনারস)।
সুবিদপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান মহসীন হোসেন (আনারস), সিদ্দিক মিজি (গোলাপ ফুল), শফিক বেপারী (হাতপাখা), এসএম জসিম উদ্দিন আনসারী (চশমা) ও পারভেজ হোসাইন (নৌকা)।
গুপ্টি পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে সাইমুন (পাতপাখা), সাবেক চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী (চশমা), মোঃ কবির আহাম্মেদ (মোটরসাইকেল), মোঃ আবদুল মান্নান (আনারস), মোঃ মোস্তাফিজুর রহমান (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান আব্দুল গনি পাটওয়ারী (নৌকা), মোঃ মহিউদ্দিন (টেবিল ফ্যান) ও মোঃ সিরাজুল ইসলাম (টেলিফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গুপ্টি পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ মাসুদ রানা (হাতপাখা), মোঃ আব্বাছ (মোটরসাইকেল), বুলবুল আহাম্মেদ (আনারস) ও রফিকুল ইসলাম (নৌকা)।
পাইকপাড়া উত্তর ইউনিয়নে সাইফুল ইসলাম সর্দার (আনারস), মোঃ মহসীন (ঘোড়া), সাবেক চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী (মোটরসাইকেল), মোঃ তোফায়েল ইসলাম আহম্মেদ (চশমা), ইব্রাহিম শেখ (হাতপাখা) ও মোঃ আলা উদ্দিন (নৌকা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ শাহআলম গাজী (হাতপাখা), এমরান হোসেন (আনারস), মাসুদ আলম (মোটরসাইকেল), বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী (নৌকা) ও মোঃ শাহআলম শেখ (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ এমরান হোসেন (আনারস), হুমায়ুন কবির (হাতপাখা), আলাউদ্দিন আহমেদ (নৌকা), মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী (চশমা) ও আবু জাফর (মোটরসাইকেল)।
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বাছির আহমেদ (আনারস), মামুনুর রশিদ (রজনীগন্ধা), নূরুল আমিন পাটওয়ারী (টেবিল ফ্যান), সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী (ঘোড়া), হাসান আহমেদ সুমন (মোটরসাইকেল), মোস্তফা কামাল পাটওয়ারী (অটোরিকশা), মাহমুদুল হাসান মিরাজ (নৌকা), আবুল হোসেন পাটওয়ারী (টেলিফোন), এসএম নুরুন্নবী (চশমা) ও আমানউল্ল্যা (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ শাহজাহান (আনারস), মিজানুর রহমান ভূঁইয়া (মোটরসাইকেল), বর্তমান চেয়ারম্যান হাসান আব্দুল হাই (চশমা), মোরশেদ আলম মুরাদ (নৌকা) ও হাবিবুর রহমান (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রূপসা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে এসএম কাউসারুল আলম কামরুল (মোটরসাইকেল), মোঃ ওমর ফারুক ফারুকী (নৌকা), নূরের রহমান পাটওয়ারী (আনারস) ও মোঃ কামাল (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রূপসা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ওয়াহিদুর রহমান (চশমা), আঃ কাদের খোকন (আনারস), ইউছুফ পাটওয়ারী (হাতপাখা), জহিরুল ইসলাম (মোটরসাইকেল) ও মোঃ শরীফ হোসেন (নৌকা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।