প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, ছাত্রলীগ শুধু একটি ছাত্র সংগঠনের নাম নয়, এই ছাত্রলীগ হলো বাংলাদেশের ইতিহাস। তাই বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সেই সংগঠনের আমিও একজন কর্মী হিসেবে গর্ববোধ করছি। তিনি বলেন, ছাত্রলীগ হলো একটি আবেগের নাম, ছাত্রলীগ আমাদের ভালোবাসার নাম, সেজন্যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সবাই একত্রিত হই। দেশের এই ক্রান্তিলগ্নে দেশের মানুষকে নিরাপদে রাখা, নিজেকে নিরাপদে রাখা, দেশের মানুষকে সাহায্য ও সহযোগিতা করা ছাত্রলীগের এখন প্রধান কাজ।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গতকাল ৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ অঙ্গীকার সামনে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রা পূর্ব সমাবেশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক একজন কর্মী হিসেবে এবং ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক ভাষাবীর এমএ ওয়াদুদের কন্যা হিসেবে ছাত্রলীগকে নিয়ে গর্ব করি। আমাদের ভাষা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ও আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত। দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। তাই ছাত্রলীগের নেতা-কর্মী হতে হবে মেধাবী। নিয়মিত ছাত্ররা ছাত্রলীগের নেতৃত্বে দিবে। অতএব ছাত্রলীগ মানে আদর্শের সংগঠন এটাই হোক আমাদের আজকের শপথ।
তিনি বলেন, আজকে এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করবো, দেশের এই পরিস্থিতিতে কেউ আর এখানে বক্তব্য রাখবেন না। সবার অনুরোধে আমি কিছু কথা বলছি, যা না বললেই নয়।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দুই বছর পর নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশের সুনাম, সম্মান ক্ষুণœ করার চেষ্টা করছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ পরিবারের প্রতিটি মানুষ, এদেশের প্রতিটি সাধারণ শান্তিকামী মানুষ এই অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে রুখে দাঁড়াবে-এটিই আজকের দিনে আমাদের অঙ্গীকার।
এদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আঃ মোতালেব, সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের জেলা, সদর ও পৌর ছাত্রলীগের সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রতিটি পর্বে আলাদা আলাদা উপস্থাপনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সোহেল রানা।
অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে গত ৩ জানুয়ারি রাতে অর্থাৎ ৪ জানুয়ারির প্রথম প্রহরে ৭৪টি ফানুস উড়িয়ে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।