প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তরের বীর মুক্তিযোদ্ধা তজিম উদ্দিন আহমেদের আজ ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি নিশ্চিন্তপুরে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। তজিম উদ্দিন আহমেদ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পরিবারের কারো সঙ্গে আলাপ না করে রাতের বেলা বন্ধুদের সাথে পালিয়ে ভারত গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সাবেক কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান কবির আহমেদ খানের সাথে মুক্তিযোদ্ধাদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ গঠনের কাজে নিয়োজিত ছিলেন। তজিম উদ্দিন আহমেদ প্রায় দুই যুগ ধরে অবিভক্ত মতলবের মুক্তিযোদ্ধা সংসদের থানা কমান্ডারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দুইবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার (বীর বিক্রম) এপিএস-এর দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা তজিম উদ্দিন আহমেদ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে সমন্বিত মেধা তালিকায় বিজ্ঞান বিভাগ থেকে সপ্তম স্থান অধিকার করেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ ও পরোপকারী।
মরহুমের ছেলে ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা তজিম উদ্দিন আহমেদ ২০২১ সালের ৪ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬৫ বছর।