মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০

২ শতাধিক বেদে ভিক্ষুক ও হরিজন জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গতকাল সোমবার ৩ জানুয়ারি দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ২ শতাধিক বেদে, ভিক্ষুক ও হরিজন জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সমাজের যারা সবচেয়ে কঠিন অবস্থায় জীবনযাপন করেন তাদের মাঝেই আজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এতে প্রমাণ হয় প্রধানমন্ত্রী সমাজের পিছিয়ে পরা মানুষের পাশে ও সাথে আছেন। কারণ যারা প্রকৃত অর্থেই কষ্টে থাকেন, আর্থিক অবস্থা ভালো না এবং শীতে শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই, তাদের কাছেই মাননীয় প্রধানমন্ত্রীর শীতবস্ত্র পৌঁছে যাচ্ছে। যারা প্রকৃত হকদার তারাই এই শীতবস্ত্র পাচ্ছেন। প্রধানমন্ত্রীর পাঠানো উপহার আপনাদের কাছে পৌঁছে দেয়াই একজন জেলা প্রশাসক হিসেবে আমার দায়িত্ব।

জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা প্রত্যেকটি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র ভাগ করে দিয়েছি। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়েও শীতবস্ত্র চলে গেছে। যা সংশ্লিষ্টদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। যারা শীতে কষ্টে আছেন, যারা শীতে একটি কম্বল কিনতে পারেন না, তাদের কাছে এই শীতবস্ত্র চলে যাচ্ছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ খোরশেদ আলম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, সমাজসেবা পৌর সমাজকর্মী মোঃ কামরুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়