প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসমাইল ভূঁইয়ার নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিয়নের ৩নং ওয়ার্ড দুর্গাপুরবাসীর উদ্যোগে আয়োজিত কর্মীসভাটি বিপুলসংখ্যক লোকজনের উপস্থিতিতে জনসভায় রূপ নেয়।
সমাজসেবক রুহুল আমিন চৌধুরীর সভাপ্রধানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসমাইল ভূঁইয়া। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাঃ জাকির হোসেন, দেলোয়ার হোসেন মেম্বার, আলহাজ মুসলিম মোল্লা, সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম ও জসিমউদ্দিন, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি তাফাজ্জল হোসেন পাঠান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইসমাইল হোসেন মোল্লা।
গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আঃ মালেক, মোঃ বিল্লাল হোসেন, মেম্বার প্রার্থী হাজী জব্বার মোল্লা, পবন প্রধান প্রমুখ।
এছাড়া একইদিন বিকেলে উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিব মজুমদার জয় ঘোড়া প্রতীকে ভোট চেয়ে উঠোন বৈঠক করেন। ওই ইউনিয়নের আশারকোটা কবিরাজ বাড়ির আঙ্গীনায় এ বৈঠকের আয়োজন করে স্থানীয়রা। বৈঠকে আশারকোটা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।