মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০

কচুয়ার বিতারায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসমাইল ভূঁইয়ার নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিয়নের ৩নং ওয়ার্ড দুর্গাপুরবাসীর উদ্যোগে আয়োজিত কর্মীসভাটি বিপুলসংখ্যক লোকজনের উপস্থিতিতে জনসভায় রূপ নেয়।

সমাজসেবক রুহুল আমিন চৌধুরীর সভাপ্রধানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসমাইল ভূঁইয়া। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাঃ জাকির হোসেন, দেলোয়ার হোসেন মেম্বার, আলহাজ মুসলিম মোল্লা, সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম ও জসিমউদ্দিন, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি তাফাজ্জল হোসেন পাঠান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইসমাইল হোসেন মোল্লা।

গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আঃ মালেক, মোঃ বিল্লাল হোসেন, মেম্বার প্রার্থী হাজী জব্বার মোল্লা, পবন প্রধান প্রমুখ।

এছাড়া একইদিন বিকেলে উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিব মজুমদার জয় ঘোড়া প্রতীকে ভোট চেয়ে উঠোন বৈঠক করেন। ওই ইউনিয়নের আশারকোটা কবিরাজ বাড়ির আঙ্গীনায় এ বৈঠকের আয়োজন করে স্থানীয়রা। বৈঠকে আশারকোটা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়