মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০

সাংবাদিকদের কল্যাণের পাশাপাশি জনগণের কল্যাণেও কাজ করতে হবে
আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাঁদের লেখনি শক্তিতে দেশবাসী অনেক কিছুই জানতে পারে। এতে রাষ্ট্র ও জাতির ব্যাপক কল্যাণ সাধিত হয়। এজন্য অবশ্য সাংবাদিকদের অনেক পরিশ্রম করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়েও সংবাদ পরিবেশন করে থাকেন। এই ন্যায়নিষ্ঠ ও কর্তব্যপরায়ন সাংবাদিক সমাজ অনেক সময় তাঁরা তাঁদের ন্যায্য অধিকার পান না। বস্তুত: আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকারের আমলেই তাঁরা সেভাবে মূল্যায়ন পাননি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই একমাত্র সাংবাদিকদের কল্যাণে অনেক কিছু করেছেন। যা দেশের বিভিন্নস্থানে রেকর্ড হিসেবে সংরক্ষিত রয়েছে। জনগণের শক্তিই আসল শক্তি এবং বড় শক্তি। তাই 'চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান; সর্বস্তরের সাংবাদিকদের কল্যাণের পাশাপাশি জনগণের আরো অধিকতর কল্যাণেও আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তাহলেই আমাদের সকলের পরিশ্রম সফল ও সার্থক হবে বলে আমি মনে করি।

গত ১ জানুয়ারি সন্ধ্যায় শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে নবগঠিত 'চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া, পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

'চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন'র সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। সভায় প্রধান আলোচক চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ স্টাফ কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক মোঃ আলমগীর বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা সাবেক অধ্যক্ষ প্রফেসর বিলকিস আজিজ ও চাঁদপুর জেলা পিপি অ্যাডভোকেট রণজিত কুমার রায় চৌধুরী। অনুষ্ঠানে চাঁদপুর জেলার সাংবাদিকদের কল্যাণ ও মঙ্গলের জন্য এ ধরনের সংগঠনের প্রয়োজন রয়েছে বলে বক্তব্য রাখেন চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন। আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক জামাল আহমদ আখন্দ, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, সমাজকল্যাণ সম্পাদক ডা. মাসুদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল্লাহ।

অনুষ্ঠানের উদ্বোধক ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আমার আশা ও বিশ্বাস 'চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন' মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সবসময় কাজ করবে। তিনি এই ফাউন্ডেশনের সকলের এমনকি তাঁদের আত্মীয়-স্বজনের জন্য তার চেম্বারে সবসময় চিকিৎসা ফ্রি থাকবে বলে অভিমত প্রকাশ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবিকা সাবেক অধ্যক্ষ প্রফেসর বিলকিস আজিজ বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিকরা অনেক কষ্ট করে সংবাদ লিখে প্রকাশ ও প্রচার করে থাকেন। এতে সমাজে অনেক কল্যাণ সাধিত হয়। বিশ্ব ইতিহাসে সকল ধর্মেই কল্যাণের কথা উল্লেখ রয়েছে। তাই আমাদের সকলকে মানুষের ও সমাজের কল্যাণে আরো অধিক মনোযোগী হতে হবে এবং সেইসাথে আরো বেশি বেশি করে কল্যাণমূলক কাজ করতে হবে। তাহলে দেশ ও জাতির মঙ্গল হবে এবং সৃষ্টিকর্তা সন্তুষ্ট হলে তাঁর কাছ থেকেও জাগতিক সবকিছুই আমরা লাভ করতে পারবো। 'চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন' সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে আমার বিশ্বাস। আমার পক্ষে যতটুকু সম্ভব তাঁদের পাশে থেকে সহযোগিতা করবো। তিনি ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং অনুষ্ঠানের আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন- বাশার তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সর্বস্তরের সাংবাদিকদের কল্যাণের জন্য আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কারো কোনো বৈরিতা নেই বা কোনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বীতাও নেই। 'আমরা সকলের বন্ধু, সকলে আমাদের বন্ধু' এই নীতিতে বিশ্বাসী হয়েই আমরা সচেতন সাংবাদিক সমাজ সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নিঃস্বার্থভাবে এক ও ঐক্যবদ্ধ হয়েছি শুধুমাত্র বৃহত্তর সাংবাদিক সমাজের কল্যাণ ও মঙ্গলের জন্য। চাঁদপুরের প্রকৃত ও যথার্থ সাংবাদিকদের জন্য আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করবো। সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করার পাশাপাশি বৃহত্তর জনস্বার্থে তথা আর্তমানবতার সেবায় কাজ করবো। আমরা আমাদের কাজ দিয়ে প্রমাণ করতে চাই, আমরা সাংবাদিকদের যথার্থ মঙ্গল ও কল্যাণে সবসময় কাজ করি। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় আমন্ত্রিত অতিথি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়